ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বেসিকস

আইসিটি কর্মক্ষেত্রে বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর ডিভাইসসমূহ হচ্ছে- বিভিন্ন প্রকার রেকটিফায়ার ডায়োড, জিনার ডায়োড, এলইডি,ট্রানজিস্টও, রেগুলেটর, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ও আইসিসহ নানা প্রকার কম্পোনেন্টস।

১. ইলেকট্রিসিটি কী?
২. সুইচ কি কাজে ব্যবহৃত হয়?
৩. এসি ও ডিসি এর মৌলিক পার্থক্য কী?
৪. ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্য কী?
৫. ইন্ডাক্টরের বৈশিষ্ট কী?

১. ট্রানজিস্টর এর কাজ কী? ট্রানজিস্টর কত প্রকার ও কী কী?
২. ইলেকট্রিক্যাল কর্মক্ষেত্রে পিপিই জরুরী কেন?
৩. ইএসডি কী? কেন প্রয়োজন?

১. ইলেকট্রিক্যাল কর্মক্ষেত্রে ব্যবহৃত হয় এমন পাঁচটি পিপিইর নাম ও কাজ লেখ।
২. মল্টিমিটারের কাজ কি? এনালগ ও ডিজিটাল মাল্টিমিটার এর পার্থক্য লেখ।
৩. ডায়োড এর প্রকারভেদ করে প্রত্যেক প্রকারের কাজ বর্ণনা কর?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top