সফটওয়্যার ইনস্টলেশন

কম্পিউটার চালানোর সময় কম্পিউটার কে যে সমস্ত নির্দেশনা প্রদান করা হয় সেইসব নির্দেশনার সমষ্টিকে সফটওয়্যার বা প্রোগ্রাম বলে l অথবা সফটওয়্যার হল কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়ারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্খিত ফলাফল প্রদান করে l যেমন  উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার l সফটওয়্যার এর মূল কাজ হলো কম্পিউটারকে কার্যোপযোগী করা এবং এর মাধ্যমে সমস্যা সমাধান করা l

সফটওয়্যারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় যেমন-

১.সিস্টেম সফটওয়্যার

২.এপ্লিকেশন সফটওয়্যার

সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন  ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়ার গুলোকে ব্যবহারকারীর ব্যবহার উপযোগি করে তুলতে  সাহায্য করে l  এই সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা  করে ও  ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সমর্থকে সতর্কভাবে নিয়োজিত রাখে l কম্পিউটারের কাজের প্রকৃতির উপযোগী করে সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয় l তাই বিভিন্ন প্রকারের কাজের জন্য সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হয় l যেমন অপারেটিং সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করেI অপারেটিং  সিস্টেম ব্যবহারকারীদের ইনপুট নেয়,তা প্রসেস করে পূর্ণাঙ্গ আউটপুট প্রদান করে। l মেমরি বন্টন ও নিয়ন্ত্রণ, সিস্টেম  অনুরোধগুলোর অগ্রাধিকার নির্ণয়, ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ , কম্পিউটার নেটওয়ার্কিং ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি অপারেটিং সিস্টেমের কাজI

অপারেটিং সিস্টেম কম্পিউটারের মধ্যে প্রাণের সঞ্চার করে I এটি কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে সেতুবন্ধন তৈরি করে I অপারেটিং সিস্টেমের মাধ্যমেই ব্যবহারকারী কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করে ও এর মধ্যবর্তী ব্যবহারিক সফটওয়্যার সমূহ চালাতে সক্ষম হয়I কাজে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার একটি অচল যন্ত্র ছাড়া আর কিছুই নয় তাই অপারেটিং সিস্টেমের গুরুত্ব অপরিসীম I

ধাপ-১:

ধাপ-2: ডিভিডি অথবা পেনড্রাইভটিকে কম্পিউটারে প্রবেশ করানোর পর কম্পিউটার কে রিস্টার্ট দিতে হবে।

ধাপ-3 : রিস্টার্ট হওয়ার শুরুর মহর্তে ESP Press করে booting পেজে প্রবেশ করতে হবে ।

এরপর নিচে দেখানো window আসবে…

যেকোন একটি কি প্রেস করার পর……

এখান থেকে window set up select করে Enter দিতে হবে।

এরপর ভাষা select করে দিতে হবে….

ইন্সটল এ ক্লিক করার পর…..

এখান থেকে অপারেটিং সিস্টেম select করার পর..

এখান থেকে license term ok করার পর..

custom select করার পর পার্টিশন এর অপশন আসবে…

পাসওয়ার্ড দেওয়ার পর click Next……

টাইম সিলেক্ট করার পর click Next……

সিলেক্ট পাবলিক করতে হবে ।

personalize select করে ক্লিক…..

Select and Click to Apply……

ইন্সটল করার পদ্ধতি:

ধাপ-১: সফটওয়্যার ইনস্টলেশন করা DVD কে DVD-ROM বা Pen-drive কে USB port এর মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করাতে হবে।

ধাপ-2: তারপর This Pc থেকে মাউস এর Right button ক্লিক করে open এ ক্লিক করবে

এর উপর Double click করতে হবে। তাহলে…..

এখান থেকে setup এ Click করারআগে serial tools এ click করতে হবে তাহলে Install code গুলো চিত্রের ন্যায় দেখা যাবে সেগুলো copy করে নিতে হবে অতঃপর setup এ click করতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top