কারেন্ট:
কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে অথবা সংক্ষেপে বলতে গেলে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। এক কথায় বলতে গেলে বৈদ্যুতিক কারেন্টের অর্থ হলো ইলেকট্রন বা চার্জের প্রবাহ । ইহাকে “I” দ্বারা প্রকাশ করা হয়, একক অ্যাম্পিয়ার
কারেন্ট সম্পর্কে আরো জানতে ক্লিক করুন….
ভোল্টেজ:
পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন বা চার্জকে প্রবাহিত করানোর জন্য চাপ প্রয়োগ করা হয় তাকে ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বলে ।অন্যভাবে বলা যায় পরিবাহীর মধ্যে কার মুক্ত ইলেকট্রনসমূহকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করানোর জন্য যে চাপ প্রয়োগ করা হয় তাকে ভোল্টেজ বলে । ইহাকে V দ্বারা প্রকাশ করা হয়, একক Volt.
ভোল্টেজ সর্ম্পকে আরো জানতে ক্লিক করুন…..
রেজিস্ট্যান্স:
পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারনে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। ইহাকে R দ্বারা প্রকাশ করা হয়, একক Ohm.
রেজিস্ট্যান্স সর্ম্পকে আরো জানতে ক্লিক করুন…..
লোডের পাওয়ার:
কোন একটি লোডের এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজের এর গুনফল কে উক্ত লোডের পাওয়ার বলে I ইহাকে P দ্বারা প্রকাশ করা হয়, ইহার ব্যবহারিক একক Watt.
P= VXI COS∅ Watt , COS∅ =power factor