নিয়ন্ত্রন যন্ত্র:
নিয়ন্ত্রন যন্ত্র সমূহ হলো ইলেকট্রিক্যাল জগতের গুরুত্বপূর্ণ একটি উপাদান I যেকোন বৈদ্যুতিক লোড স ব্যবহারে নিয়ন্ত্রন থাকা আবশ্যক। নিয়ন্ত্রন বলতে আমরা সাধারণত বুঝি কোন কিছুকে নিজের আয়ত্বের মধ্যে রাখা বা প্রয়োজনের সময় ব্যবহার করার সুযোগ তৈরি করা।
বৈদ্যুতিক সিস্টেমে নিয়ন্ত্রন যন্ত্র হিসাবে সাধারণত সুইচ ও সার্কিট ব্রেকার বেশী ব্যবহার করা হয় I বৈদ্যুতিক সার্কিটে লোডের সংযোগ ও বিচ্ছিন্ন করার পদ্ধতিকে নিয়ন্ত্রন বলে Iবৈদ্যুতিক সিস্টেমে নিয়ন্ত্রন যন্ত্র হিসাবে সাধারণত সুইচ ও সার্কিট ব্রেকার বেশী ব্যবহার করা হয় I বৈদ্যুতিক সার্কিটে লোডের সংযোগ ও বিচ্ছিন্ন করার পদ্ধতিকে নিয়ন্ত্রন বলে I যে সকল ডিভাইস ব্যবহার করে সার্কিটের কারেন্ট প্রবাহকে অন -অফ করা যায়, সেগুলিকে নিয়ন্ত্রণ যন্ত্র বলে ।
নিয়ন্ত্রন যন্ত্রের গুরুত্ব:
ইলেকট্রিক্যাল সিস্টেমে লোডের যথাযথ ব্যবহারের জন্য নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব অধীক I তার কারন হলো যদি নিয়ন্ত্রন যন্ত্র যদি না থাকত তাহলে বৈদ্যুতিক সিস্টেমে কোন লোড চালু করলে শুধু চালু ই থাকত আবার বন্ধ করলে শুধু বন্ধ থেকে যেত । নিয়ন্ত্রন যন্ত্র থাকলে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকরা যায়।যেমন- শীতকালে ফ্যানের প্রয়োজন হয়না, তাই ফ্যান বন্ধ রাখাহয়। দিনের বেলায় তেমন আলোর প্রয়োজন হয়না, তাই লাইট এর সুইচ বন্ধ রাখা হয়।
নিয়ন্ত্রন যন্ত্র বিহীন সার্কিট নিরাপদ নয়। তাই বিদ্যুৎ সঞ্চালন ও বিতরন ব্যবস্থায় প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রনযন্ত্র ব্যবহার করা হয়। সুতরাং নিয়ন্ত্রন যন্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম ।
নিয়ন্ত্রন যন্ত্র সমূহ হলো -SPST Switch, Push Switch, Knife Switch, Circuit Broker , Rotary Switch, Intermediate Switch.