ইলেকট্রিক্যাল ওয়্যারিং- ধারাবাহিক ক্লাস -০৭

বৈদ্যুতিক বিভিন্ন ধরনের সরঞ্জামের ব্যবহারের ফলে আমাদের প্রত্যাহিক কাজ গুলো অনেক সহজে সম্পাদন করা যাচ্ছে। বর্তমানে ঘর-বাড়ি, বিদ্যালয়, অফিস্, কল-কারখানা সহ সকল স্থাপনায় বৈদ্যুতিক ওয়্যারিং করার সময় ব্যবহৃত ফিটিংস ও ফিক্সার, সংযোগ কারী তার ও সহায়ক উপকরনের নান্দনিক বিন্যাস সৌন্দর্য্য বৃদ্ধিতে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে । বৈদ্যুতিক ফিটিংস এবং ফিক্সারের স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজন যথাযথ দক্ষতা, জ্ঞান ও সঠিক মনযোগ I

বৈদুতিক বাতির হোল্ডারের শেড সহ ধরে রাখার জন্য সমস্ত সরঞ্জাম যে গুলি ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহারে সুবিধা ভোগ করা যায় সেগুলোকে বৈদুতিক ফিটিংস বলে। নিচে চিত্রের মাধ্যমে কতিপয় ফিটিংস এর পরিচয় তুলে ধরা হলো ।

বৈদ্যুতিক ফিক্সার:

ফিক্সার হচ্ছে এমন সব হার্ডওয়্যার সামগ্রী যেগুলো দেয়ালের সাথে বৈদ্যুতিক ফিটিংস আটকানোর কাজে ব্যবহৃত হয়। নিচে চিত্রের মাধ্যমে কতিপয় ফিক্সারের এর পরিচয় তুলে ধরা হলো ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top