ইলেকট্রিক্যাল ওয়্যারিং- ধারাবাহিক ক্লাস -০৮

Cable Size and current Ratings

এক বা একাধিক কক্ষের সকল প্রকারের ব্যবহৃত লোড সমূহের পাওয়ার হিসাব করে কারেন্ট এর মান নির্নয় করা হয়, উক্ত কারেন্ট এর মানকে পুনরায় সেফটি ফ্যাকটর দিয়ে গুন করে সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং হিসাব করা হয়।

উদাহরনস্বরুপ এক রুমের একটি দোকান ঘর যেখানে ৪টি 20w এর এলইডি লাইট ব্যবহার করা হয়, আবার 500 Watt এর একটি ড্রিপ ফ্রিজ, একটি সিলিং ফ্যান ও 300 watt ৩টি সকেট এবং 1500 watt একটি এসি ব্যবহার করা হবে এখন উক্ত দোকানে কত Amp এর CB বসাতে হবে তা সিলেকশন করতে হবে ।

  1. 4 light of 20 watt=20X4= 80watt
  2. A deep frizzed               =500watt
  3. A selling fan                   =   80 watt
  4. 3 socket of 300watt=3 X300= 900 watt
  5. A  Air Condition       =1500 watt 

Total Loads Power= 80+500+80+900+1500=3060watt

P=V X I COSØ

Circuit Broker(CB) Value= 18X2=36~40 Amp

Cable size for this shop=Get from above chart that is=10 sqm.m/rm

ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর প্রকারভেদ:

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top