ডিস্ট্রিবিউশন সিস্টেম:
বৈদ্যুতিক লোড সঠিকভাবে বন্টনের জন্য ব্যবহৃত সাধারণ ফিটিংস হলো ডিস্ট্রিবিউশান বোর্ড ।ঘর-বাড়ি, ওয়ার্কসপ ও কল-কারখানায় ব্যবহৃত বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য বাহির থেকে বা বিদ্যুৎ বিতরন সংস্থা থেকে যে বোর্ডে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তাকেডিস্ট্রিবিউশান বোর্ড বা সংক্ষেপে ডিবি বলে।পিডিবি এর মেইন লাইন থেকে সার্ভিস লাইনের মাধ্যমে মিটায় হয়ে ডিবিতেসংযোগ দেওয়া হয় । বহুতল ভবনের সিড়ির নিচে ডিবি লাগানো থাকে। আর এসডিবি বিভিন্ন তলা থেকে বিভিন্ন ফ্লোরে এবং বিভিন্ন কক্ষ থেকে বিভিন্ন লোড পয়েন্টে সংযোগ দেওয়ার জন্য ব্যবহার হয় । ডিস্টিবিউশন বোর্ডে ইনসুলেটেড করা কপার বার বা পাত বসানো থাকে, যাকে বাসবার বলে । সিঙ্গেল ফেজের এর ক্ষেত্রে কমপক্ষে দুটি পাত আর তিন ফেজের ক্ষেত্রে চারটি পাত বা বাসবার বসানো হয় l ডিস্টিবিউশন বোর্ডের একদিকে সার্ভিস এন্ট্রান্স এবং অন্যদিকে এসডিবি বা লোড সার্কিট সংযোগ থাকে । এতে নিউট্রাল তার সংযোগের ব্যবস্থা থাকে। ডিবিতে সাধারণত সার্কিট ব্রেকার, এমসিবি ও ফিউজ বসানো থাকে।ফেজ পদ্ধতি অনুযায়ী ডিবিকে সিঙ্গেল ফেজ এবং থ্রিফেজ এই দুই ভাবে ভাগ করা হয়ে থাকে। কারেন্ট বহন ক্ষমতার উপরে ভিত্তি করে ডিস্টিবিউশন বোর্ড ১৫ A, ৩০ A, ৫০ A, ১০০ A, ২০০ A ও ৩০০ A পর্যন্ত হতেপারে ।
সাব-ডিস্ট্রিবিউশন সিস্টেম:
এসডিবিতে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় । প্রতি এস ডিবিতে সাধারণ ভাবে ৮০০ থেকে ১০০০ ওয়াট বা ৮টি থেকে১০ টি লোড সার্কিট যুক্ত থাকে। একটি ডিস্ট্রিবিউশন বোর্ডের অধীনে একাধিক সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে।