ইসলামের পথে জীবন গড়ি

১. আল্লাহর সন্তুষ্টি অর্জন

দ্বীনের দাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

২. একটি সৎ কাজের জন্য সওয়াবের অনুগ্রহ

৩. এবাদতের মাধ্যমে এক নতুন জীবন পায়

দ্বীনের দাওয়াত কেবল আধ্যাত্মিক নয়, এটি দুনিয়া ও আখিরাতেও সফলতা আনে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:

“তোমাদের মধ্যে হতে একটি জামাত এমন হওয়া জরুরী যারা মানুষদের কল্যানের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তাদের বিরত রাখবে, সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফলকাম জামাত ।” আল-ইমরান- ১০৪

” মুমীন পুরুষ ও মুমীন নারীরা হচ্ছে একে অন্যের বন্ধু I এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে, তারা নামায প্রতিষ্ঠা করে -.”.. তওবা -৭১

ঈমান

রাত ওদের জন্য এক নিদর্শন, এ হতে আমি দিবালোক দূর করি, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে । সুরাহ ইয়াসিন- ৩৭

তোমাদের ঘুম কে দিয়েছি বিশ্রামের জন্য, রাত্রিকে করেছি আবরন স্বরূপ (সূরাহ নাবা ৯-১০)

আল্লাহ তায়ালা তোমাদের জন্য রাত বানিয়েছেন,যাতে করে তোমরা বিশ্রাম গ্রহন করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোকময়। সুরা-ইউনুস-৬৭

তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন । রাদ-

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top