তারের সাইজ নির্বাচনে প্রচলিত নিয়ম:
আমাদের দেশে সাধারণভাবে লাইটিং সার্কিটের জন্য ১.৫ বর্গ মিমি বা ১.৫ r.m এর pvc বা VIR এর তামা বা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় । আর পাওয়ার সার্কিটের জন্য ২.৫ r.m থেকে ৬ r.m পর্যন্ত pvc বা VIR এর তামা বা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়।
r.m=standard round conductor multi
r.e= standard round conductor each
সার্কিট ব্রেকারের মান নির্বাচন:
সার্কিট ব্রেকারের মান নির্বাচন এর ক্ষেত্রে পুরো বাড়ির সকল লোড এর জন্য মোট কারেন্ট এর মান হিসাব করতে হবে অথবা শুধুমাত্র একটি কক্ষের সকল লোড এর জন্য মোট কারেন্ট এর মান হিসাব করতে হবে এবং উক্ত মানের সাথে সেফটি ফ্যাক্টর এর মান সমূহ গুন করে সার্কিট ব্রেকারের মান নির্বাচন করা হয়ে থাকে
সার্কিট ব্রেকারের মান=total current Xসেফটি ফ্যাক্টর এর মান(1.5/2/3)
একটি রুমের জন্য প্রয়োজনীয় লোড সহ ওয়্যারিং চিত্রঃ
চিত্রে প্রদর্শিত লোড সমূহ সঠিক ভাবে পরিচালিত করানোর জন্য সার্কিট বেকারের কারেন্ট value এবং তরের সাইজ নির্ণয় করতেহবে ।
চিত্রে প্রদর্শিত লোড সমূহের বিবরণ:
একটি সিলিং ফ্যান (১x ৮০) = ৮০w
৪টি এলইডি লাইট ( ৪X ২০) = ৮০ W
১টি ফ্রিজ (১X৫০০) = ৫০০ W
১টি ১.৫ টন এসি (১x১৫০০) = ১৫০০ w
২টি সকেট ( ২ X 200) = ৪০০ W
মোট লোডের পাওয়ার =(৮০ + ৮০ + ৫০০+ ১৫০০+৪০০) w
= ২৫৬০ W
আমরা জানি, P = V X I CosO
I = P / V CosO
I = ২৫৬০/ 220 X.৮
I = ২৫৬০/১৭৬
I = ১৫ Amp
সার্কিট ব্রেকারের (CB)মান = Total current values X Safety factor
= ১৫ x 2 = ৩০ Amp [ S.F=1.5-2-3]
তারের সাইজ = ৪ বর্গ মিমি বা ৪ r.m
ডিস্ট্রিবিউশন বোর্ড এর ওয়্যারিং ডায়াগ্রাম:
সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডের ওয়্যারিং ডায়াগ্রাম: