অভার কারেন্ট রিলে কি
ওভার কারেন্ট অর্থ অতিরিক্ত কারেন্ট। সুতরাং অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার কারনে যে রিলেগুলো এ্যাকটিভ হয় তাদেরকে ওভার কারেন্ট রিলে বলে। অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে যাতে বৈদ্যুতিক যন্ত্রাংশসমূহের কোন প্রকার ক্ষতি করতে না পারে সেই জন্য এই প্রকার রিলেগুলো ব্যবহার করা হয়। ওভার কারেন্ট রিলে এর ৩-টি ইনপুট এবং ৩-টি আউটপুট প্রান্ত রয়েছে।এছাড়াও রয়েছে কন্ট্রোল প্রান্তসমূহ যেমন- নরমালি অপেন, নরমালি ক্লোজড এবং কমন পিন।
ওভার কারেন্ট রিলে অপারেশন:
থার্মাল ওভার কারেন্ট রিলে অত্যধিক কারেন্ট ড্রয়ের কারনে মোটরকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার জন্য একটি সুরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে।এই ভাবে মোটরকে ক্ষতি থেকে রক্ষা করে এবং বৈদ্যুতিক সরঞ্জাম গুলির নিরাপদ অপারেশন নিশ্চিত করে।সুতরাং ওভার কারেন্ট রিলে তাপ ও তাপমাত্রা বৃদ্বি নীতিতে কাজ করে। যখন একটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তাপ উৎপন্ন হয় যার ফলে কন্ডাক্টরের তাপমাত্রাও বৃদ্ধি পায়। যখন তাপমাত্রা বৃদ্বি একটি পূর্বনির্ধারিত সেট পয়েন্টে পৌছে, তখন রিলে সুরক্ষিত সার্কিট খুলতে কাজ করে।
এই ভিডিও থেকে আমরা অভার কারেন্ট রিলের বিভিন্ন ফাংশন এবং কাজ সম্পর্কে জানতে পারব :