বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থা:
সাব-স্টেশন থেকে গ্রাহকের মিটারে বৈদ্যুতিক বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে বন্টন ব্যবস্থা বলে। বাংলাদেশে ব্যবহৃত ডিস্ট্রিবিউশন ভোল্টেজ সাধারণত 11 KV, 3.3 KV, 0.4 KV হয়। গ্রাহক বিতরণ লাইনের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ সরবরাহ পান। ডিস্ট্রিবিউশন লাইনে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
বিতরণ ব্যবস্থার শ্রেণীবিভাগ:
বন্টন দুই প্রকার যথাঃ
1. প্রাথমিক বিতরণ
2. সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন