বিদ্যুৎ বিলের হিসাব- নিকাশ

বৈদ্যুতিক মিটারের প্রকারভেদ:

১.এনালগ মিটার: যেসকল মিটারে চাকার ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সেগুলোকে এনালগ কিলোওয়াট আওয়ার মিটার বলেI

২. ডিজিটাল মিটার: যেসকল মিটারে সংখ্যা পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সেগুলোকে ডিজিটাল কিলোওয়াট আওয়ার মিটার বলেI

আমরা জানি যে দুটি পদ্ধতিতে ঘর বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করা হয়ে থাকে । তার মধ্যে একটি হলো এনালগ মিটার পদ্ধতি অপরটি ডিজিটাল মিটার পদ্ধতি l এনালগ মিটার পদ্ধতিতে-মিটারের ভিতরের চাকাটি প্রতি ১০ বার করে ঘুরে আসলে  ১ ইউনিট হয়, এইভাবে বাড়তে থাকে। অপরদিকে ডিজিটাল পদ্ধতিতে বিলের পরিমান বা ইউনিট সরাসরি সংখ্যায় মিটারের ডিসপ্লেতে দেখা যায়।

গাণিতিক সমাধান:১

সমাধান:
ক. ২০ ওয়াট এর বাতির জন্য ব্যয়িত এনার্জী,
=২০ X৪০ X৬ /১০০০ কিলোওয়াট-আওয়ার
= ৪.৮ কিলোওয়াট-আওয়ার বা ইউনিট
খ. ৭০ ওয়াট এর ফ্যনের জন্য ব্যয়িত এনার্জী,
=৭০ X৪০ X১২/১০০০ কিলোওয়াট-আওয়ার
=৩৩.৬ কিলোওয়াট-আওয়ার বা ইউনিট
গ. ১০০ ওয়াট এর একটি টিভির জন্য ব্যয়িত এনার্জী,
=১০০ X১ X৬/১০০০ কিলোওয়াট-আওয়ার
=০.৬ কিলোওয়াট-আওয়ার

২০২৪ সনের মার্চ মাসের ৩১ দিনের মোট ব্যয়িত এনার্জি
= (৪.৮+৩৩.৬+০.৬) ইউনিট
=৩৯ ইউনিট X৩১= ১২০৯ ইউনিট
২০২৪ সনের মার্চ মাসের বৈদ্যুতিক বিল-
=১২০৯ ইউনিট X৫= ৬০৪৫টাকা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top