বৈদ্যুতিক শক্তি লাইট, ফ্যান, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, মটর ইত্যাদি নানা ধরনের যন্ত্রপাতিতে নানা ধরনের কাজ করার সময় শক্তি সরবরাহ করে থাকে। কোন একটি বৈদ্যুতিক যন্ত্রে প্রতি সেকেন্ডে কী পরিমান বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে সেটি খুব সহজে VI এর থেকে বের করা যায় । প্রত্যেক বাসায় বিদ্যুৎ মিটার থাকে, কত ভোল্টেজে (V) কত পরিমান বিদ্যুৎ( I) প্রবাহিত হচ্ছে সেটি মাপতে থাকে, সেখান থেকে একটি বাসায় প্রতি সেকেন্ডে কী পরিমাণ বৈদ্যুতিক শক্তি (P=VI) সরবরাহ করছে তা জানতে পারা যায় । ইহার সাথে মোট সময় গুন করে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি বের করা যায়। বৈদ্যুতিক শক্তি ব্যয়ের প্রচলিত একক হচ্ছে কিলোওয়াট -ঘন্টা বা ইউনিট I আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা এই এককেই হিসাব করা হয়।
বৈদ্যুতিক মিটারের প্রকারভেদ:
১.এনালগ মিটার: যেসকল মিটারে চাকার ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সেগুলোকে এনালগ কিলোওয়াট আওয়ার মিটার বলেI
২. ডিজিটাল মিটার: যেসকল মিটারে সংখ্যা পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সেগুলোকে ডিজিটাল কিলোওয়াট আওয়ার মিটার বলেI
বৈদ্যুতিক মিটারে বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতিঃ
আমরা জানি যে দুটি পদ্ধতিতে ঘর বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করা হয়ে থাকে । তার মধ্যে একটি হলো এনালগ মিটার পদ্ধতি অপরটি ডিজিটাল মিটার পদ্ধতি l এনালগ মিটার পদ্ধতিতে-মিটারের ভিতরের চাকাটি প্রতি ১০ বার করে ঘুরে আসলে ১ ইউনিট হয়, এইভাবে বাড়তে থাকে। অপরদিকে ডিজিটাল পদ্ধতিতে বিলের পরিমান বা ইউনিট সরাসরি সংখ্যায় মিটারের ডিসপ্লেতে দেখা যায়।
গানিতিক পদ্ধতিতে বৈদ্যুতিক মিটারের বিলের হিসাব- নিকাশ:
গাণিতিক সমাধান:১
60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হবে?যদি প্রতি ইউনিটের মূল্য 5 টাকা হয় তা হলে এই পরিমান বিদ্যুতের জন্য মোট ব্যয় কত?
গানিতিক সমাধান নং-২:
একটি ছাত্রাবাসে ৪০ টি কামরায় ২০ ওয়াট এর ৪০টি বাতি দৈনিক ৬ ঘন্টা জ্বলে, এবং ৭০ওয়াট এর ৪০টি সিলিং ফ্যান ১২ঘন্টা ধরে চলে। কমনরুমে ১০০ওয়াট এর একটি টিভি দৈনিক ৬ ঘন্টা চলে। ছাত্রাবাসে ২২০ ভোল্ট সরবরাহ থাকলে ২০২৪ সালের মার্চ মাসের বিদ্যুত বিল কত নির্ণয় কর। (প্রতি ইউনিটের মূল্য ৫,০০টাকা)।
সমাধান:
ক. ২০ ওয়াট এর বাতির জন্য ব্যয়িত এনার্জী,
=২০ X৪০ X৬ /১০০০ কিলোওয়াট-আওয়ার
= ৪.৮ কিলোওয়াট-আওয়ার বা ইউনিট
খ. ৭০ ওয়াট এর ফ্যনের জন্য ব্যয়িত এনার্জী,
=৭০ X৪০ X১২/১০০০ কিলোওয়াট-আওয়ার
=৩৩.৬ কিলোওয়াট-আওয়ার বা ইউনিট
গ. ১০০ ওয়াট এর একটি টিভির জন্য ব্যয়িত এনার্জী,
=১০০ X১ X৬/১০০০ কিলোওয়াট-আওয়ার
=০.৬ কিলোওয়াট-আওয়ার
২০২৪ সনের মার্চ মাসের ৩১ দিনের মোট ব্যয়িত এনার্জি
= (৪.৮+৩৩.৬+০.৬) ইউনিট
=৩৯ ইউনিট X৩১= ১২০৯ ইউনিট
২০২৪ সনের মার্চ মাসের বৈদ্যুতিক বিল-
=১২০৯ ইউনিট X৫= ৬০৪৫টাকা।