রেজিস্টর কি
রেজিস্টর হলো একটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যা বিভিন্ন মানের রেজিস্টেন্স প্রদান করে (যেমন: ১০০ ওহম, ২০০ওহম, ১০০০ওহম ইত্যাদি ) কারেন্ট এর প্রবাহকে বাধা দিয়ে লাইনের মধ্যে ভোল্টেজ ড্রপ ঘটায় এবং ইলেকট্রনিক্স সার্কিটের কম্পোনেন্টস গুলোর জন্য প্রয়োজনীয় কারেন্ট এবং ভোল্টেজ সরবরাহ করেI
রেজিস্টেন্স কি
কোন রেজিস্টর বা পরিবাহী তারের যে মানের জন্য ইহার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া কারেন্ট বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্টেন্স বা রোধ বলে, ইহাকে R দ্বারা প্রকাশ করা হয় এবং একক ওহম.
To learn more about Resister……
রেজিস্টর এর প্রকারভেদ:-
রেজিস্টর প্রধানত দুই প্রকার যথা:-
রেজিস্টরের মান নির্নয়:-
রেজিস্টরের মান নির্নয়এর জন্য তিনটি কৌশল রয়েছে যথা:-১. কালার কোড এর মাধ্যমে মান নির্নয় 2. ওহম মিটারের সাহায্যে মান নির্নয় 3. রেজিস্টরের গায়ে লেখা থেকে মান নির্ণয়.
কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান নির্ণয়:
ওহম মিটারের সাহায্যে রেজিস্টরের মান নির্ণয়:
কারেন্ট,ভোল্টেজ ও পাওয়ার রেটিং ফরমূলা: P= VI [এখানে P হচ্ছে রেজিস্টরের পাওয়ার বা ক্ষমতা, V হচ্ছে ভোল্টেজ এর মান, I হলো কারেন্ট এর মান]
P=I2R, I=V/R, V=IR, R=V/I, P=V2/R, I=P/V -ইত্যাদি ফরমূলাগুলো ব্যবহার করে রেজিস্টরের মান , ইহার কারেন্ট ও ভোল্টেজ এবং পাওয়ার এর মান সহজে নিনয় করা যায়।বাজারে বিভিন্ন ওয়াটের রেজিস্টর পাওয়া যায় যেমন:1/4 watt, 1/2w ,1w, 2-10watt ।
P=I2R= .02*.02*470= 0.188 Watt উক্ত সার্কিটে .25w এর রেজিস্টর ব্যবহার করা হয়েছে।
রেজিস্টরের ব্যবহার:
১. রেডিও, টেলিভিশনএর টান্সমিটার এবং রিসিভার সার্কিটে ২. ভলিউম কন্ট্রোলার হিসাবে ৩. ফ্যান রেগুলেটর সার্কিটে ৪. ব্রাইটনেস কন্ট্রোলার হিসাবে ৫. কম্পিউটারের মাদার বোর্ড সার্কিটে ৬. অ্যাম্পলিফায়ার সার্কিটে ৭. ভোল্টমিটারের সার্কিটে ৮. Watt মিটারের সার্কিটে ইত্যাদি I
রেজিস্টরের ভাল/খারাপ নির্নয়:
ভাল অবস্থা:-
ওহম মিটারের কাটার সাহায্যে রেজিস্টরের মান দেখায় এবং কালার কোড এর সাহায্য হিসাব করলেও কাছাকাছি মান পাওয়া যায়।
খারাপ অবস্থা:
ওহম মিটারের কাটা শর্ট দেখায় অথবা স্থির মান দেখায় I
এ ছাড়া অনেক সময় অতিরিক্ত কারেন্ট এবং ভোল্টেজের কারনেও রেজিস্টর পুঁড়ে যায় , আর পুঁড়ে যাওয়া থেকে আমরা ধরে নিই যে,রেজিস্টরটি খারাপ হয়ে গেছেI